ডেস্ক রিপোর্ট

৬ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪৩ পূর্বাহ্ণ

ক্যান্সার নিয়ন্ত্রণে সচেতনার কোনো বিকল্প নেই- প্রফেসর ডা. মুর্শেদ আহমেদ চৌধুরী

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:৪৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

#ডিএমটি গ্লোবালের সচেতনতা র‍্যালী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. মুর্শেদ আহমেদ চৌধুরী বলেছেন,ক্যান্সার একটি দুরারোগ্য রোগ।বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশঃ বাড়ছে।ক্যান্সার নিয়ন্ত্রণে সচেতনার কোনো বিকল্প নেই।এজন্য ব্যাপকভাবে সচেতনতা চালিয়ে যেতে হবে।

ডিএমটি গ্লোবালের সচেতনতা র‍্যালী

তিনি গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত”ক্যান্সার নিরাময় ও প্রতিরোধযোগ্য সচেতনতা রালী” পূর্ব আলোচনায় উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।

ভারতের বিখ্যাত এইচ.সি.জি’র সৌজন্যে ও ডিএমটি গ্লোবালের ব্যবস্হাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ব্যাঙ্গালোরের এইচসিজি দ্যা স্পেশালিস্ট ইন ক্যান্সার কেয়ার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সম্রাট ভট্টাচার্য।বিশেষ অতিথি ছিলেন, এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার কলকাতার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কারণ সেহগাল ও এইচসিজি দ্যা স্পেশালিস্ট ইন ক্যান্সার কেয়ার হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস অফিসার সংকেত আরোরা।

ডিএমটি গ্লোবাল ও ডিএমটি সেফওয়ে হাসপাতালের সিইও ডা. কাওছার আহমেদ আবদুসের সভাপতিত্বে এতে ডিএমটি গ্লোবাল ও ডিএমটি সেফওয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন